অনেক সময় ছোট ছোট ঘটনা যা শুরুতে আমরা গুরুত্ব দেই না, পরবর্তীতে তা বেড়ে গিয়ে আপনার বা আপনার আশে-পাশের কারও বড় ধরণের ক্ষতি হতে পারে।

তাই সময় থাকতে এরকম যেকোনো আচরণের শিকার হলে দ্রুত নিচের ফোন নম্বরগুলোতে যোগাযোগ করে বিনামূল্যে আইনি সাহায্য চানসহায়তা নিন।

পারিবারিক সহিংসতা সম্পর্কে জানি, সচেতন হই ও রুখে দাঁড়াই

আপনার পরিবারের কোন সদস্য যদি আপনার বা আপনার পরিবারের কোন নারী বা শিশু সদস্যকে শারীরিক, মানসিক বা যৌন নির্যাতন করে অথবা আর্থিকভাবে ক্ষতি করে তবে তা পারিবারিক সহিংসতার মধ্যে পড়ে। 

বাংলাদেশের পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ এর ধারা-৩ মোতাবেক এগুলোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয় যা অপরাধের ধরণ অনুযায়ী আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপোষযোগ্য।

কখন বুঝবেন আপনি পারিবারিক সহিংসতার শিকার?

আইনের ভাষায়

শারীরিক নির্যাতন

“শারীরিক নির্যাতন” অর্থে এমন কোন কাজ বা আচরণ করা, যাহা দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা বা শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে এবং সংক্ষুব্ধ ব্যক্তি অপরাধমূলক কাজ করতে বাধ্য করা বা প্ররোচনা প্রদান করা বা বলপ্রয়োগ ও ইহার অন্তর্ভুক্ত হইবে

যৌন নির্যাতন

“যৌন নির্যাতন” অর্থে যৌন প্রকৃতি এমন আচরণ অন্তর্ভুক্ত হইবে যাহা দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি সম্ভ্রম, সম্মান বা সুনামের ক্ষতি হয়

মানসিক নির্যাতন

“মানসিক নির্যাতন” অর্থে নিম্নবর্ণিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত হইবে যথা :

  • মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভীতি প্রদর্শন বা এমন কোন উক্তি করা, যাহা দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় 
  • হয়রানি
  • ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ অর্থাৎ স্বাভাবিক চলাচল, যোগাযোগ বা ব্যক্তগিত ইচ্ছা বা মতামত প্রকাশের উপর হস্তক্ষেপ
আর্থিক ক্ষতি

”আর্থিক ক্ষতি” অর্থে নম্নির্বণতি বিষয়সমূহ অন্তর্ভুক্ত হইবে যথা:

  • আইন বা প্রথা অনুসারে বা কোন আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আদেশ অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তি যে সকল আর্থিক সুযোগ-সুবিধা, সম্পদ বা সম্পত্তি লাভের অধিকারী উহা হইতে তাহাকে বঞ্চিত করা অথবা উহার উপর তাহার বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান
  • সংক্ষুব্ধ ব্যক্তির নিত্য ব্যবহার্য জিনিস পত্র প্রদান না করা
  • বিবাহের সময় প্রাপ্ত উপহার বা স্ত্রীধন বা অন্য কোন দান বা উপহার হিসেবে প্রাপ্ত কোন সম্পদ হইতে সংক্ষুব্ধ ব্যক্তি বঞ্চিত করা বা উহার উপর তাহার বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান
  • সংক্ষুব্ধ ব্যক্তির মালিকানাধীন যে কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি তাহার অনুমতি ব্যতিরিকে হস্তান্তর করা বা উহার উপর তাহার বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান
  • পারবিারকি সম্পর্কের কারণে যে সকল সম্পদ বা সুযোগ-সুবিধাদিতে সংক্ষুব্ধ ব্যক্তির ব্যবহার বা ভোগদখলের অধিকার রহিয়াছে উহা হইতে তাহাকে বঞ্চিত করা বা উহার উপর তাহার বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান

আর্থিক ক্ষতি আরও জানতে ভিজিট করুন:  https://www.annuity.org/financial-literacy/financial-abuse/

Annuity.org থেকে এই টুলগুলি ব্যবহার করে আর্থিক ক্ষতি থেকে নিজেকে সুরক্ষিত রাখুন: https://www.annuity.org/financial-literacy/women/

সহজ ভাষায়

শারীরিক নির্যাতন

যখন কোন ব্যক্তির জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা বা শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে এবং অপরাধমূলক কাজ করতে বাধ্য করা বা প্ররোচনা করা হয়

মানসিক নির্যাতন

যখন কোন ব্যক্তিকে অপমান বা অবহেলা বা হয়রানি করা, ভয় দেখানো অথবা ব্যক্তি স্বাধীনতায় বা মতামত প্রকাশে বাধা দেয়া হয়

যৌন নির্যাতন

যখন কোন ব্যক্তির অনিচ্ছায় তার সাথে যৌন সম্পর্ক, সম্ভ্রম, সম্মান বা সুনামের ক্ষতি করার চেষ্টা করা হয়

আর্থিক ক্ষতি

যখন কারও আইনগতভাবে পাওয়া আর্থিক সুযোগ-সুবিধা, সম্পদ বা সম্পত্তি হতে তাকে বঞ্চিত করা হয়

কীভাবে বুঝবেন যে আপনি পারিবারিক সহিংসতার শিকার হচ্ছেন ?

আপনার সাথে কি নিচে উল্লেখ করা এরকম
কিছু হয়েছে বা এমন কোনো পরিস্থিতিতে
আপনি পড়েছেন?

আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তার মানে আপনি পারিবারিক সহিংসতার শিকার।
  • কথায় কথায় অপমান করে
  • সবসময় ভয় দেখায়চলাফেরায় নজরদারি  করে
  • পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সাথে দেখা করতে বাঁধা দেয় আমার নিজের টাকা আমার কাছ থেকে নিয়ে নেয়
  • আমার হাতখরচ বা ভরণপোষণের জন্য আমাকে টাকা দেয়া হয় না
  • আমাকে কোনো মতামত দেয়ার সুযোগ দেয় না
  • আমি আমার নিজের জন্য কোন সিদ্ধান্ত নিতে পারি না 
  • সন্তানের সঠিক লালন-পালনে আমাকে ব্যর্থ বলা হয়
  • কথায় কথায় আমাকে বের করে দেয়া বা আমার সন্তানদের আমার থেকে কেড়ে নেয়ার ভয় দেখায়
  • আমার ইচ্ছা, ক্ষমতা ও মেধা থাকা সত্ত্বেও আমাকে পড়াশুনা বা কাজ করতে দেয় না
  • বাড়িতে যেকোন সমস্যা হলেই বলা হয় সব আমার দোষ
  • আমাকে গালি দিয়ে কথা বলে এবং গায়ে হাত তোলার হুমকি দেয
  • রাগ হলে জিনিসপত্র নষ্ট বা ভাংচুর করে অথবা পোষা প্রাণীকে আঘাত করে
  • হাতের সামনে যা পায় তাই নিয়ে আমাকে মারতে আসে
  • চড় মারা, ধাক্কা দেয়া, গলা চেপে ধরা, চুল ধরে টানা আমার কাছে নতুন কিছু না
  • বাড়িতে আমার সাথে কী হয়, সেটা কাউকে বলতে মান
  • আমি কথা না শুনলে আমাকে মেরে ফেলার অথবা আত্মহত্যা করে আমাকে ফাঁসানোর ভয় দেখানো হয়
  • আমার অনিচ্ছায় জোর করে আমার সাথে যৌন সম্পর্ক করে
  • আমার শরীর বা স্বাস্থ্য নিয়ে আমাকে কোন সিদ্ধান্ত নিতে দেয়া হয় না

আমাকে পরিবার পরিকল্পনা পদ্ধতি নিতে দেয় না এবং আমার ইচ্ছার বিরুদ্ধে সন্তান নিতে বাধ্য করে

সাহায্য বা এ সংক্রান্ত আলোচনার জন্য আপনি অনলাইন ভিত্তিক নারীবান্ধব কমিউনিটি গ্রুপের সাথে সংযুক্ত হয়ে স্বাচ্ছন্দে কথা বলতে পারেন:

বহ্নিশিখা Bonhishikha

Swayong

Meye Network, private sisterhood group

RageAgainstRape

Justice for Women Bangladesh

Sister Library

Wreetu

Thrive Women

Girl Talk by Shape

Fearless

Her Will

Shara Survivors Support Network